বিপিএল শেষ সিলেট তারকা কর্নওয়ালের
বিশাল দেহ নিয়ে সবসময় আলোচনায় থাকেন রাকিম কর্নওয়াল। সিলেট স্ট্রাইকার্সের এই ক্রিকেটার মাঠের খেলাতেও মোটামুটি সফল ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা বিপিএলে সিলেটের জার্সিতে এবার খেলেছেন তিন ম্যাচ। চোটের কারণে খেলতে পারবেন না বাকি সময়টা। সিলেট নিশ্চিত করেছে, এবারের মতো বিপিএল শেষ তার।
ব্যাট হাতে মাত্র ২২ রান করলেও বল হাতে চার উইকেট নিয়েছে কর্নওয়াল। এর মধ্যে একটি ম্যাচে পেয়েছেন তিন উইকেট। ছন্দে ফেরার আভাস দেওয়া অলরাউন্ডারকে হারানো সিলেটের জন্য দুঃসংবাদই বলা চলে।
কর্নওয়াল নিয়ে সিলেট স্ট্রাইকার্স নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে তারা লিখেছে, ‘ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ, চোটের কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাকিম কর্নওয়াল। বিপিএলে মাঠ ও মাঠের বাইরে সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ রাকিম। আপনার দ্রুত সুস্থতা কামনা করি।’
কর্নওয়ালের চলে যাওয়াতে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে সিলেট। বিপিএলে ছন্দে নেই দলটি। ছয় ম্যাচ শেষে জয় মাত্র দুটিতে। পয়েন্ট টেবিলেও অবস্থান নিচের দিকে। চার পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে তারা আছে পঞ্চম স্থানে।