ফাইনালে তামিমকে বিদায়ী সম্মাননা জানাবে বিসিবি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/tamim-q.jpg)
গতমাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। আপাতত বিপিএল নিয়ে ব্যস্ততা দেশসেরা ওপেনারের। কিন্তু বিপিএল শেষে কোন পথে যাবেন তামিম? বাতাসে গুঞ্জন রটেছে, খেলা ছেড়ে এবার সংগঠকের ভূমিকায় নাম লেখাতে পারেন বাঁহাতি এ ওপেনার। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি হিসেবেও অভিষেক হতে পার তার।
যদিও তামিম জানিয়েছেন, ভিন্ন কথা। তার ইচ্ছে আরেকটি বিপিএল খেলার। আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগেও খেলতে চান তিনি। তবে সবই এখনও স্রেফ সম্ভাবনা। ভবিষ্যৎ বলে দেবে তামিম খেলবেন কোথায়!
তার আগে তামিমকে সম্মান জানানোর জন্য বিপিএলের ফাইনালকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরের ফাইনাল। শিরোপার লড়াই মুখোমুখি হবে তামিমের দল ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। এই ম্যাচকেই তামিমকে বিদায় দেবার উপলক্ষ্য হিসেবে বেছে নিয়েছে বিসিবি। এই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তামিমের জন্য বিশেষ আয়োজন করবে বিসিবি। আয়োজনে তামিমের হাতে তুলে দেওয়া হবে বিদায়ী সম্মাননা।
বাংলাদেশের ক্রিকেটে বড় নাম তামিম। ২০০৭ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে যার অভিষেক। একই বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ক্যাপ আর পরের বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রাজকীয় ফরম্যাট টেস্টে অভিষেক। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিরতিহীন ভাবে খেলে গেছেন ১৭ বছর। দীর্ঘ এই ক্যারিয়ারে ৭০ টেস্ট, ২৪৩ ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলে করেছেন ১৫ হাজার ২৪৯ আন্তর্জাতিক রান। সেঞ্চুরি ২৫টি ও হাফ সেঞ্চুরি ৯৪টি।