জেসির নতুন অধ্যায়

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন সাথিরা জাকির জেসি। প্রথম বাংলাদেশি হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন তিনি। আইসিসির বড় কোনো ইভেন্টে বাংলাদেশের প্রথম কোনো নারী আম্পায়ারিং করতে যাচ্ছেন। এমন অর্জনে যুক্তরাষ্ট্র দূতাবাস তাকে অভিনন্দন জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ‘ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম’ (আইভিএলপি) এর সাথে যুক্ত ছিলেন জেসি। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস তদের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে জেসিকে অভিনন্দন জানিয়েছে। ক্যাপশনে লিখেছে, ‘ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামের (আইভিএলপি) সাবেক শিক্ষার্থী সাথিরা জাকির জেসিকে অভিনন্দন। তিনি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করে ইতিহাস গড়তে যাচ্ছেন। আমেরিকার এক্সচেঞ্জ প্রোগ্রাম নতুন সুযোগ সৃষ্টি করে, বৈশ্বিক সংযোগকে শক্তিশালী করে এবং ক্রীড়াসহ নানা ক্ষেত্রে উদ্ভাবনকে অনুপ্রাণিত করে।’
এদিকে, আজ শনিবার( ৩০ আগস্ট) বাংলাদেশ-নেদারল্যান্ডসের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রিজার্ভ আম্পায়ার হিসেবে আছেন জেসি।
২০২২ সাল থেকে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জেসি। এর আগে আন্তর্জাতিক অঙ্গনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপ, মালয়েশিয়ায় বয়সভিত্তিক এশিয়া কাপ ও মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন। বাকি ছিল আইসিসির বড় কোন ইভেন্টে দায়িত্ব পালন করা। এবার সেই দুয়ারও খুলতে যাচ্ছে তার জন্য।
আম্পায়ারের দায়িত্ব সামলানোর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে খেলেছেন জেসি। দেশের হয়ে দুটি ওয়ানডে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার আন্তর্জাতিক ক্যারিয়ার ছোট হলেও ঘরোয়া লিগে খেলেছেন দীর্ঘদিন।