চ্যাম্পিয়নস ট্রফি খেলতে রাতে দেশ ছাড়বেন শান্তরা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/bpl.jpg)
২০১৭ সালের সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছিলো বাংলাদেশ। এখন পর্যন্ত এটাই দলটির সেরা অর্জন। তবে এবার এসব কিছু ছাপিয়ে নতুন ইতিহাস লিখতে চান শান্ত-তাসকিনরা। সেই লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল।
যদিও বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যান্য দলগুলো কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে খেলেই প্রস্তুত হচ্ছে। পাকিস্তান যেমন নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় একটা ওয়ানডে সিরিজ খেলছে। ভারত-ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে। অস্ট্রেলিয়া শ্রীলংকাতে ওয়ানডে সিরিজ খেলছে। বাংলাদেশ আর আফগানিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া সব দলই ওয়ানডে খেলে প্রস্তুত হচ্ছে।
বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছে গত ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। সেই সিরিজটা ভালো কাটেনি বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। অবশ্য আসর শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে নাজমুল শান্তর দল।
চ্যাম্পিয়নস ট্রফির আগে মোট ৪টি ওয়ার্মআপ ম্যাচ রেখেছে আইসিসি। এই চার ম্যাচে বাংলাদেশ, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে ‘শাহিনস’ নামে গড়া পাকিস্তানের তিনটি দল। ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ তারিখে ভারতের বিপক্ষে ম্যাচের পর ২৪ তারিখে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ তারিখ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল।