ডিপিএলে জুয়াড়ি সন্দেহে ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ দেখতে আসা এক দর্শককে জুয়াড়ি হিসেবে সন্দেহ করা হয়েছে। গতকাল রোববার (৯ মার্চ) ব্রাদার্স ইউনিয়ন ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচটি দেখতে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায় সেই দর্শককে।
ডোমিনিক লুক নামের ৪৯ বছর বয়সী এই দর্শককে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। জিজ্ঞাসাবাদে ডোমিনিক নামের এই দর্শক ক্রিকেটারদের অটোগ্রাফ নিতে এসেছেন বলে দাবি করেন।
ডোমিনিক জানান, জিম্বাবুইয়ান ধারাভাষ্যকার টিনো মায়োয়োর সঙ্গে নাকি তিনি পরিচিত। তাছাড়া অটোগ্রাফ নিতে সাহায্য করার জন্য বাংলাদেশের সাবেক এক ক্রিকেটারকে নাকি অনুরোধ করেছেন জিম্বাবুইয়ান ধারাভাষ্যকার। চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশে আসেন ডোমিনিক, ২৮ মার্চ পর্যন্ত ঢাকায় অবস্থান করার কথাও জানান।
বিসিবির সংশ্লিষ্ট টিম এই ব্রিটিশ নাগরিকের ব্যাপারে আইসিসির অ্যান্টি করাপশন বিভাগকে জানিয়েছে। সেই সঙ্গে ব্রিটিশ এই দর্শকের পুরোনো ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করে দেখার জন্যও অনুরোধ করেছে।
উল্লেখ, গত বিপিএলে ফিক্সিং নিয়ে আলোচনাই হয়েছে বাংলাদেশের ক্রিকেট পাড়ায়। তবে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে সেভাবে কোনো অভিযোগ এখনও ওঠেনি।