ভক্ত-সমর্থকদের বিসিবির ঈদ শুভেচ্ছা

ক্রিকেট আর বাংলাদেশ, যেন একই বৃন্তে দুটি ফুল। এ দেশের মানুষের আবেগের অনেকটা জায়গাজুড়ে ক্রিকেট। ক্রিকেটাররা যেমন খেলেন সাধ্যমতো, ভক্তরাও দিয়ে যান সমর্থন। পবিত্র ঈদুল ফিতরের উৎসবে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা। শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
বাংলাদেশে আজ সোমবার (৩১ মার্চ) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঈদের শুভেচ্ছা জানায় বিসিবি।
বিসিবি লিখেছে, ‘ঈদ মোবারক। ঈদের উন্মাদনায় আলোকিত হোক জীবন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি ঈদুল ফিতর কাটবে পরিপূর্ণ উল্লাস, আনন্দ ও আশীর্বাদের সঙ্গে।’
আগামী এপ্রিলে জিম্বাবুয়ে আসবে সফরে। খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এছাড়া, আগামী জুলাইয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফি চলকালীন বিসিবি ও পিসিবির সভাপতি আলোচনার পর সিরিজটি চূড়ান্ত করেন। সিরিজটি যদিও ক্রিকেট এফটিপির অংশ নয়, তবে দুই বোর্ড নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এটি আয়োজন করতে রাজি হয়েছে।