এখনই অবসর নয়, খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা রোহিতের

টানা ১২ ম্যাচে টসে না জিতলেও শিরোপা জয়ের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আরও একটি বৈশ্বিক আসরের শিরোপা জিতলেন ভারতীয় অধিনায়ক। অনেকেরই ধারণা চ্যাম্পিয়নস ট্রফি শেষেই ওয়ানডে ফরম্যাটকে বিদায় বলবেন রোহিত, যদিও সেই গুঞ্জন উড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের।
ফাইনাল শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজের খেলার ধরণ নিয়ে রোহিত বলেন, ‘অনেকেই জানেন, আমার স্বাভাবিক খেলা নয় এটা। কিন্তু এই ধাঁচেই খেলতে চেয়েছিলাম। যখন আপনি আলাদা কিছু করছেন, তখন দল এবং কোচেদের সমর্থন খুব দরকার হয়। আগে রাহুল ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছিলাম। এখন গৌতি ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ওরা দু’জনেই আমাকে সমর্থন করেছে। তাই আগ্রাসী খেলা চালিয়ে গিয়েছি। গত কয়েক বছর অন্য ভাবে খেলেছি। এখন অন্য ভাবে খেলে ফলাফল পাচ্ছি।’
সংবাদ সম্মেলনের মাঝামাঝি দিকে তাকে প্রশ্ন করা হয়েছিল ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তখন তিনি বলেছিলেন, “ভবিষ্যৎ পরিকল্পনা… কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, যা চলছে, সেটিই চলবে…।”
তবে রোহিত স্পষ্ট করে বলেননি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলবেন কিনা। তবে অনেকের ধারণা, যদি না খেলতেন তাহলে এখনই অবসর নিয়ে ফেলতেন রোহিত। একটানা ম্যাচ জয়ের নিরিখে তৃতীয় স্থানটিও রোহিতের। ২০২৩ সালের বিশ্বকাপে টানা ১০টি ম্যাচ জিতেছিলেন তিনি। সবমিলিয়ে অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্টের শেষ ২৪টি ম্যাচের মধ্যে ২৩টিতে জিতেছেন রোহিত। একমাত্র হার ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।