সাকিবের সঙ্গে নিজের তুলনাকে ঠিক মনে করছেন না হামজা

হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন, দেশে আসবেন, এই ব্যাপারগুলো নিশ্চিত হওয়ার পর শুরু হয় একটি তুলনা। সাকিব আল হাসান না হামজা চৌধুরী—কে সবচেয়ে বড় তারকা? এই চর্চা চলেছে গতকাল সোমবার (১৭ মার্চ) দিনভর। কালই বাংলাদেশে পা রাখেন হামজা। চলে যান সিলেটের হবিগঞ্জে নিজ বাড়িতে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এতদিন সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিলেন সাকিব। তর্কাতীতভাবে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র এই ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র বৈশ্বিক তারকাও ছিলেন তিনি। ছিলেন বলা, কারণ রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে।
সাকিব এখন আলোচনার বাইরে। এরমধ্যে হামজার আগমন ঘটেছে। হামজাই এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বৈশ্বিক তারকা। ব্র্যান্ড ভ্যালু থেকে শুরু করে সবকিছুতেই আলোচনার তুঙ্গে এই ফুটবলার। তবে, ২৭ বছর বয়সী হামজার সঙ্গে সাকিবের যে তুলনা উঠেছে, সেটি নাকচ করে দিয়েছেন হামজা নিজেই।
সোমবার সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবলে নিজ বাড়িতে গণমাধ্যমের মুখোমুখি হন হামজা। বাংলাদেশের নতুন তারকা নিজেই জানান, সাকিব ভিন্ন পর্যায়ে। তুলনাটা আসলে ঠিক নয়। হামজার মতে, সাকিব মেগাস্টার।
হামজা বলেন, ‘আমার মনে হয় না, আমি এখনও সেই পর্যায়ে গেছি। সাকিব আল হাসান মেগাস্টার। বৈশ্বিক পর্যায়ে তিনি অনেক বছর ডমিনেট করেছেন। আমার মনে হয় না, তুলনা দেওয়া ঠিক।’
ক্রিকেট কিংবা ক্রীড়াঙ্গন থেকে সাকিবের চাওয়া-পাওয়ার আর কিছু নেই। দেওয়ার মতো কিছু নেই দেশকেও। অন্যদিকে, হামজার সবে শুরু। তার দিকে তাকিয়ে আছে দেশের ফুটবল। অপেক্ষায় আছে নবজাগরণের। এমন অবস্থায় তুলনা নয়, বরং হামজাকে হামজা হয়ে ওঠার সুযোগ দেওয়া উচিত।