রোনালদো জুনিয়রকে ডাকছে পাঁচ দেশের জাতীয় দল

বাবা ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের মহাতারকা। পর্তুগাল ফুটবলের নবজাগরণ ঘটেছে সিআরসেভেনের হাত ধরেই। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো নিজের ছেলেকে গড়ে তুলছেন ছোটবেলা থেকে। বাবার দেখানো পথে হেঁটে জুনিয়রও হয়েছেন ফুটবলার।
রোনালদো জুনিয়র বর্তমানে খেলছেন আল-নাসেরের যুবদলে। বয়স ১৪ চলছে, এরমধ্যে খেলেছেন জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের যুবদলে। একাধিক ক্লাবে খেলাই যায়। তবে, রোনালদো জুনিয়রের সামনে সুযোগ অন্তত ৫টি দেশের জাতীয় দলে খেলার। যদিও, বেছে নিতে পারবেন একটিতে।
বাবার দেশ পর্তুগাল তো আছেই। এর বাইরে আরও ৪টি দেশে খেলার জন্য আবেদন করতে পারবেন জুনিয়র। ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র ও কেপ ভার্দে এই দেশগুলোর জাতীয় দলেও খেলার সুযোগ আছে তার সামনে।
দুই মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন রোনালদো। ইউনাইটেডের যুবদলে খেলেছিলেন জুনিয়র। সেখানে বসবাসও করেছিলেন। কিছু আইনি বিষয় আছে। সেসব মিটিয়ে ফেললে জুনিয়র চাইলে খেলতে পারবেন ইংলিশদের হয়ে। স্পেনে খেলতে অত আইনি জটিলতা নেই। জন্মের পর ৮ বছর বয়স পর্যন্ত স্পেনেই ছিল জুনিয়র। দেশটির আইন অনুযায়ী, ১০ বছরের নিচের বয়সী কেউ যদি অন্তত ৩ বছর স্পেনে থাকে, তবে সে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে।
কেপ ভার্দের বিষয়টা একটু আলাদা। রোনালদো জুনিয়রের নানী সেখানকার অধিবাসী। সেই হিসেবে নানীর দেশে খেলার সুযোগ আছে তার। আর যুক্তরাষ্ট্রে খেলার সম্ভাবনা তৈরি হওয়ার কারণ, জুনিয়রের জন্মই মার্কিন মুলুকে। চাইলে জন্মসূত্রে নাগরিকত্ব নিতে পারে সে।
সিআরসেভেন অবশ্য চাইবেন, ছেলে নিজ দেশ পর্তুগালেই খেলুক। কিংবদন্তি বাবার পদাঙ্ক অনুসরণ করে জুনিয়রও নিশ্চয়ই চাইবে, বিখ্যাত লাল জার্সিটা গায়ে দিতে।