ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন রোনালদো

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর নিয়ে আসে অনাবিল আনন্দ। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় দুটি উৎসবের একটি ঈদুল ফিতর। চলতি বছর সৌদি আরবে রোজার ঈদ পালন হয়েছে আজ রোববার (৩০ মার্চ)। ঈদ উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
সৌদি প্রো লিগে খেলা সিআরসেভেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, রোনালদোর গায়ে সাদা জুব্বা পরা, শরীরে জড়ানো সৌদির পতাকা ও হাতে তলোয়ার। ঐতিহ্যবাহী সাজে দেখা মেলে আল-নাসের অধিনায়কের।
ছবির ক্যাপশনে রোনালদো লিখেছেন, ‘সবাইকে নির্মল আনন্দে ভরা ঈদের শুভেচ্ছা জানাই। বিশেষ এই দিনটি নিয়ে আসুক উল্লাস, শান্তি, সুখ ও প্রিয়জনের প্রতি ভালোবাসা। ঈদ মোবারক।’
এর আগে গতকাল সৌদি আরব নিশ্চিত করেছে, দেশটিতে আজ ঈদ। মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে মিলিয়ে একই দিনে অনেক দেশে পালন করা হয় ঈদ। আবার অনেকে সৌদির পরদিন ঈদ উদযাপন করেন। বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল।