ওপেনিংয়ের ছন্দে ফেরা, স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

বাংলাদেশের ওপেনাররা থাকেন আসা-যাওয়ার মিছিলে। সেখানে বিনা উইকেটে শতরান পার করেছে ওপেনিং জুটি, তার দেখা সচরাচর মেলে না। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশের ওপেনাররা সেটি করে দেখিয়েছেন। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে স্বাগতিকরা।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছে ২৬ ওভারে বিনা উইকেটে ১০৫ রান। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে তুলেছিল ২২৭ রান। বাংলাদেশ এখনও পিছিয়ে ১২২ রানে।
দুই ব্যাটার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় মিলে জিম্বাবুয়ে বোলারদের কোনো সুযোগ দেননি। ইতোমধ্যে অর্ধশতক পার করেছেন সাদমান, অপরাজিত আছেন ৬৬ রানে। প্রায় তিন বছর পর টেস্টে সুযোগ পাওয়া বিজয় অপরাজিত ৩৮ রানে।
সকালের শুরুতে মুখোমুখি হওয়া প্রথম বলটাই হয়ে রইল জিম্বাবুয়ের শেষ। টেস্টের দ্বিতীয় দিনে তাইজুল ইসলামের বলে জাকের আলী অনিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্লেসিং মুজারাবানি। তাতে শেষ হয় সফরকারীদের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে আজ সকালে ৯০.১ ওভারে ২২৭ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে।
বাংলাদেশের পক্ষে ৬০ রানে ৬ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। ৪২ রানে ২ উইকেট পান নাঈম। অভিষিক্ত সাকিবের ঝুলিতে ১টি উইকেট।