যার কথায় বদলে গেলেন মিরাজ

চট্টগ্রামের টেস্টের তৃতীয় দিনে সবটুকু আলো কেড়ে নেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলের এই তারকা অলরাউন্ডার সুবিচার করেছেন নামের প্রতি। লোয়ার অর্ডারকে নিয়ে প্রথমে করেছেন সেঞ্চুরি। তারপর বল হাতে শেষ বিকেলে একাই ধসিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটিং।
মিরাজের অনবদ্য অলরাউন্ড নৈপুণ্যে বুধবার (৩০ এপ্রিল) জিম্বাবুয়েকে বাংলাদেশ হারিয়েছে ইনিংস ও ১০৬ রানে। দুই ম্যাচ সিরিজ শেষ করেছে ১-১ সমতায়। ঘরের মাঠে টানা ৬ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। যার কৃতিত্ব অনেকখানিই মিরাজের। তবে তিনি ধন্যবাদ জানালেন আরেকজনকে, যার কথায় আত্মবিশ্বাস পেয়েছেন।
মিরাজ বলেন, আমাদের দলের যে ম্যানেজার আছে, নাফিস ইকবাল ভাই, তিনি আমাকে সবসময় বুস্ট আপ করে। বিশেষ করে যখন ব্যাটিংয়ে যাচ্ছিলাম, বারবার আমাকে একটা কথা বলছিল, মিরাজ তুই কিন্তু প্রপার ব্যাটসম্যান। তোর ১০০ রান আছে। সেভাবেই ব্যাটিং করবি।
শুধু নাফিস ইকবাল নয়, মিরাজের কাছ থেকে ধন্যবাদ পেয়েছেন আরও দুজন মানুষ। স্থানীয় কোচ বাবুল ও মিরাজের গুরু সোহেল ইসলাম। এই জনকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন মিরাজ।
চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি ও ফাইফার তুলে নিয়েছেন মিরাজ। টেস্ট ক্রিকেট ৩৯তম এবং বাংলাদেশিদের মধ্যে তৃতীয় ক্রিকেটার হিসেবে এমসন কীর্তি গড়েছেন তিনি। পাশাপাশি এই ম্যাচ দিয়ে প্রবেশ করেছেন সাকিব আল হাসানের পর ২ হাজার রান ও ২০০ উইকেট পাওয়া দ্বিতীয় বাংলাদেশির ক্লাবে।