কে হবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক?

আলোচনা উঠেছিল আগেও। নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে তৈরি করেছেন শূন্যতা। বাংলাদেশ দলের ভবিষ্যৎ টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন, তা নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছে। চলতি মাসেই আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের। তার আগে তাই আরেকবার আলাপ উঠেছে টি-টোয়েন্টির নেতৃত্ব নিয়ে।
তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। চলতি বছর তিনি সিদ্ধান্ত নেন ক্ষুদ্র সংস্করণের দায়িত্ব ছাড়বেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ছিলেন না শান্ত। নেতৃত্ব দেন লিটন দাস। লিটনের নেতৃত্বে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তাছাড়া, অনিয়মিত অধিনায়ক হিসেবে লিটন বেশ কয়েকবারই নেতৃত্বের ভার সয়েছেন।
স্থায়ী অধিনায়ক হিসেবে শোনা যাচ্ছে লিটনের নামই। অনিয়মিত থেকে নিয়মিত হওয়ার ব্যাপারে তিনি অবশ্য একাধিকবার জানিয়েছিলেন, এটি বোর্ডের ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও এই ব্যাপারে জানায়নি কিছু।
লিটনের পাশাপাশি নাম আছে তাসকিন আহমেদের। টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার দৌড়ে তিনিও এগিয়ে ভালোভাবে। তবে, দেশসেরা এই পেসার এখন চোটে পড়েছেন। দেশের বাইরে নিচ্ছেন চিকিৎসা। আরব আমিরাত কিংবা পাকিস্তান সিরিজের আগে ফিট হতে পারবেন কি না, তা সময় বলবে। লিটনও অবশ্য আঙুলের চোটে ভুগছেন। তার ব্যাপারে বিসিবি আশা করছে, আরব আমিরাত সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।
চলতি মে মাসের ১৭ ও ১৯ তারিখ অনুষ্ঠিত হবে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দুটি। ম্যাচের ভেন্যু শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচগুলো।