প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে নামছেন হামজা

সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ শেষ দিকে এসে হারায় শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরীর দলকে তাই খেলতে হচ্ছে প্লে-অফ। চ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালে আজ শনিবার (২৪ মে) শেফিল্ডের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টা ১ মিনিটে।
গত মৌসুমে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে গিয়েছেন হামজা। লেস্টার আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবে না। অবনমিত হয়ে তারা নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। ফের প্রিমিয়ার লিগে খেলতে হলে হামজাকে জিততে হবে ম্যাচটি। তাতেও অবশ্য নিশ্চয়তা নেই। শেফিল্ড যদি হামজাকে পাকাপাকিভাবে না নেই, তাকে ফিরে যেতে হবে লেস্টারে। চলতি মৌসুমে শেফিল্ডে দারুণ করেছেন হামজা। সম্ভাবনা আছে, শীর্ষ লিগে সুযোগ পেলে এই মিডফিল্ডারকে রেখে দেবে শেফিল্ড।
এক মৌসুম আগে প্রিমিয়ার লিগে খেলেছিল শেফিল্ড। উন্নতি ধরে রাখতে পারেনি। প্রতিপক্ষ সান্ডারল্যান্ড সর্বশেষ লিগ খেলেছিল ২০১৭ সালে। আজকের ম্যাচে সার্বিক বিবেচনায় এগিয়ে হামজার দলই। পরিসংখ্যানও কথা বলছে তাদের হয়ে। সান্ডারল্যান্ডের বিপক্ষে শেষ ৭ দেখায় ৫টিতে জিতেছে শেফিল্ড।
প্লে-অফ পর্বে চমৎকার ফুটবল খেলেই শেফিল্ড জায়গা করে নিয়েছে ফাইনালে। ম্যাচটি তাই হামজার জন্য মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ বলা চলে। তার দলের ক্ষেত্রেও প্রযোজ্য কথাটি।