প্রিমিয়ারে উঠতে পারল না হামজার শেফিল্ড

ম্যাচের ৯৫ মিনিটে ওয়েম্বলি স্টেডিয়ামের একাংশকে স্তব্ধ করে দেন টম ওয়াটসন। দারুণ এক গোলে শেফিল্ড ইউনাইটেডের সমর্থকদের হতাশায় ডোবান ওয়াটসন। অতিরিক্ত সময়ের যোগ করা পঞ্চম মিনিটের এই গোলেই কাটে সান্ডারল্যান্ডের ৮ বছরের আক্ষেপ। ২০১৭ সালের পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা নিশ্চিত করেছে দলটি।
চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে আজ শনিবার (২৪ মে) শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ড। এতে চ্যাম্পিয়নশিপ থেকে তৃতীয় ও শেষ দল হিসেবে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেল তারা।
ম্যাচে ফেভারিট হয়েই নামে শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরীরা শুরুটাও করে ফেভারিটের মতো। ম্যাচের ২৫ মিনিটে টাইরিস ক্যাম্পবেলের গোলে এগিয়ে যায় শেফিল্ড। ৩৮ মিনিটে আরেকটি গোল বাতিল হয় ভারের সিদ্ধান্তে। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান হামজারা।
দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা করে সান্ডারল্যান্ড। ম্যাচের ৭৬ মিনিটে আসে সুযোগ। যা কাজে লাগিয়ে সমতা ফেরান এলিজার মায়েন্ডা। আর শেফিল্ডের ভাগ্য থেকে প্রিমিয়ার লিগ ছিনিয়ে নেন ওয়াটসন। অতিরিক্ত সময়ের বাকি ৭ মিনিটে চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি শেফিল্ড।
গত মৌসুমে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ডে গিয়েছেন হামজা। লেস্টার আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলতে পারবে না। অবনমিত হয়ে তারা নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। শেফিল্ডও ব্যর্থ হওয়ায় আগামী মৌসুমে প্রিমিয়ারে হামজার ফেরা হয়ে পড়েছে অনিশ্চিত। যদি অন্য কোনো দল তাকে না ভেড়ায়, তাহলে আবারও চ্যাম্পিয়নশিপেই খেলতে হবে বাংলাদেশি এই তারকাকে।