শাবিকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিল রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের নতুন কোচ শাবি আলোনসো, তা সবার জানা। মাদ্রিদের সঙ্গে দুই সপ্তাহ আগেই চুক্তি সেরেছেন তিনি। লা লিগায় কার্লো আনচেলত্তির শেষ ম্যাচের (গতকাল অনুষ্ঠিত হয়েছিল) পর দায়িত্ব নেবেন মাদ্রিদের সাবেক এই ফুটবলার, সেটিও অজানা ছিল না। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা।
আজ রোববার (২৫ মে) বিবৃতির মাধ্যমে আলোনসোকে কোচ হিসেবে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মাদ্রিদ। ২০২৮ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে মাদ্রিদ। আসন্ন ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আগামী ১৫ জুন থেকে শুরু হবে টুর্নামেন্ট। সেখান থেকে শুরু হবে মাদ্রিদ কোচ হিসেবে আলোনসোর দায়িত্ব।
২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত খেলোয়াড় হিসেবে ছিলেন লস ব্লাংকোদের ডেরায়। এই সময়ে ৬টি শিরোপা জিতেছেন তিনি। তারকা এই ফুটবলার খেলোয়াড়ি জীবন শেষে শুরু করেন কোচিং। রিয়াল মাদ্রিদের যুবদল হয়ে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের বি দলে হাতেখড়ি নেন।
২০২২ সালে জার্মান ক্লাব বায়ার লেভারকুজের দায়িত্ব নেন। দায়িত্ব নিয়েই ক্লাবটিকে জেতান বুন্দেসলিগা, জার্মান সুপার কাপ, ডিএফবি পোকাল কাপ। আড়াই বছরে হয়ে ওঠেন ক্লাবটির ইতিহাসের সফল কোচ।
আলোনসো যাওয়ার আগে জার্মান বুন্দেসলিগার সাদামাটা এক দল হিসেবেই ছিল বায়ার লেভারকুসেন। আলোনসো আসার পর ক্লাবটি আর সাধারণের কাতারে নেই। দুই মৌসুমে এত এত অর্জন গড়েছে ক্লাবটি, যা ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা থাকবে। আর সেই পাতায় বড় বড় করে লেখা থাকবে আলোনেসোর নাম।