আল-নাসের ছেড়ে কোথায় যাবেন রোনালদো?

ক্রিস্টিয়ানো রোনালদো সবসময় সাফল্য চান। বড় আসরে নিজের শ্রেষ্ঠত্ব বরাবরই দেখিয়ে এসেছেন পর্তুগিজ যুবরাজ। তবে, আল-নাসেরে ব্যক্তি রোনালদো ডানা মেললেও উড়তে পারেনি তার ক্লাব। জোরেশোরে শোনা যাচ্ছিল আল-নাসের ছাড়বেন রোনালদো।
এবার ছাড়ার ইঙ্গিত দিলেন রোনালদো। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ মঙ্গলবার (২৭ মে) একটি পোস্টে সিআরসেভেন জানিয়ে দেন, এই অধ্যায় শেষ। আল-নাসেরে জার্সিতে মন খারাপের ছবি দিয়ে বুঝিয়ে দিলেন কোন অধ্যায়ের ইতি টানছেন। রোনালদো লিখেছেন, ‘এই অধ্যায় শেষ। গল্প? এখনও লেখার বাকি আছে। সবার প্রতি কৃতজ্ঞ।’
ক্লাব বিশ্বকাপে খেলতে চান রোনালদো। আল-নাসের জায়গা পায়নি টুর্নামেন্টে। গুঞ্জন আছে, এই টুর্নামেন্টে খেলতে ইন্টার মায়ামিতে যোগ দেবেন তিনি। লিওনেল মেসির সতীর্থ হয়ে মাতাবেন মার্কিন মুলুক। মায়ামির সহ-মালিকানায় থাকা ডেভিড বেকহাম ইতোমধ্যে মেসির সঙ্গে আলাপ করেছেন। মেসিও চান রোনালদো খেলুক তার দলে।
আসন্ন ক্লাব বিশ্বকাপে মেসি ও রোনালদোকে এক দলে দেখতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি ইউটিউবার স্পিডের শো আইশোস্পিডে এমন প্রত্যাশার কথা জানান তিনি।
ইনফান্তিনো বলেন, ‘মেসি-রোনালদোকে এক দলে খেলতে দেখলে ভীষণ ভালো লাগবে। ভাবুন তো, ক্লাব বিশ্বকাপে দুজন একই দলে খেলছে। এটা হবে খুবই বিশেষ একটা ব্যাপার।’