পাকিস্তানের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বুধবার (২৮ মে) টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।
পাকিস্তান অধিনায়ক আগা সালমান বলেন, 'উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমরা চেষ্টা করব যত বেশি রান করে বাংলাদেশকে চাপে ফেলা যায়।'
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, 'আরব আমিরাতে আমরা ভালো খেলেছিলাম। দুর্ভাগ্যবশত সিরিজ জিততে পারিনি। কিন্তু, এটি নতুন সিরিজ। নতুন ভেন্যু, নতুন ম্যাচ। সবকিছুই এখানে নতুন।'
সিরিজটি হওয়ার কথা ছিল ৫ ম্যাচের। নিরাপত্তাজনিত কারণে এটি এখন কমে হয়েছে ৩ ম্যাচ। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার ছেলেদের মনোবল বাড়িয়েছে, দাবি করছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স।
সিমন্স বলেন, ‘আরব আমিরাতে সিরিজ হারাটা কঠিন ছিল। কিন্তু, মাঝেমধ্যে এটি আপনার দলকে চাঙা করে। এই হারে ছেলেদের মনোবল বেড়েছে। পাকিস্তানে সিরিজ জেতা সম্ভব। কিন্তু, পাকিস্তান হচ্ছে পাকিস্তান। তারা সবসময়ই আনপ্রেডিক্টেবল।
বাংলাদেশকে সমীহের চোখে দেখছেন পাকিস্তান পাকিস্তান কোচ মাইক হেসন। বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসান তিনি। সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এমন প্রত্যাশা হেসনের।