পাকিস্তানকে হারাতে বাংলাদেশের চাই ২০২ রান

ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছিলেন, নতুন করে শুরু করতে চান৷ কিন্তু, সংযুক্ত আরব আমিরাত সফরের হতাশা বিদ্যমান পাকিস্তান সিরিজেও। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার (২৮ মে) পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে হেরে বোলিংয়ে নামা সফরকারীরা ব্যর্থ আরেকবার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করা পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেটে তুলেছে ২০১ রান।
শুরুটা অবশ্য ভালো করেছিল বাংলাদেশ। প্রথম দুই ওভারে তুলে নেয় পাকিস্তানের দুই টপ অর্ডারকে। দলীয় ১ রানে শেখ মেহেদির বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন সাঈম আইয়ুব। দ্বিতীয় ওভারে ফখর জামানকে লেগবিফোরের ফাঁদে ফেলেন শরীফুল ইসলাম। এরপরই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।
মোহাম্মদ হারিসকে নিয়ে অধিনায়ক সালমান আগা বিপদ সামাল দেন। ১৮ বলে ৩১ করা হারিসকে ফেরান তানজিম সাকিব। তবে, ফিফটি তুলে নেন সালমান। হাসান মাহমুদের শিকার হওয়ার আগে খেলেন ৩৪ বলে ৫৬ রানের ইনিংস। তাতে পাকিস্তান বসে চালকের আসনে।
অধিনায়কের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে সংগ্রহ বাড়ান হাসান নওয়াজ ও শাদাব খান। ২২ বলে ৪৪ রান আসে নওয়াজের ব্যাট থেকে। দলের সংগ্রহ ২০০-র ঘরে এনে সাজঘরে ফেরেন শাদাব। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস।
বাংলাদেশের পক্ষে ২ উইকেট শরীফুল।