যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

পাল্লেকেলেতে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে করবে বাংলাদেশ। দীর্ঘ ১৩ মাস পর টি-টোয়েন্টি দলে ডাক পান অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সিরিজের প্রথম ম্যাচে তার ওপর আস্থা রেখেছে ম্যানেজমেন্ট।
পাল্লেকেলের উইকেট ব্যাটিং সহায়ক, তবে পেসাররা এখানে সুবিধা পায়। তিন পেসার নিয়ে মাঠে নেমেছেন টাইগাররা। পেস অ্যাটাকে আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
টি-টোয়েন্টিতে এর আগে ১৭ বারের দেখায় বাংলাদেশ ৬টি ম্যাচে জয় পেয়েছে ও ১১টিতে হেরেছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ঘরের মাঠে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। লঙ্কানদের থেকে বাংলাদেশের সফলতার হার বেশি এখানে। শ্রীলঙ্কায় টাইগাররা ৩টি ম্যাচে জয়ের বিপরীতে ২ ম্যাচে হেরেছে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।