বরিশালের কোচ হলেন আশরাফুল

আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের কোচ হলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিং পেশায় যোগ দেন আশরাফুল। কাজ করেছেন রংপুর রাইডার্সের সঙ্গে। এনসিএলে আশরাফুলের কোচ হওয়ার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম বলেন, ‘আমরা বরিশালের কোচ হিসেবে আশরাফুলকে নিয়েছি। নিজ থেকেই আগ্রহ দেখিয়েছে সে। সে বলেছিল কোচ হতে চায়। যেহেতু বরিশালের হয়ে দুই বছর খেলেছে তাই আমরা তাকে দলের দায়িত্ব পালনের সুযোগ দিয়েছি।’
ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জনের জন্য সাবেক খেলোয়াড়দের নিয়োগের চেষ্টা করা হচ্ছে বলে জানান আকরাম। এই বিষয়ে আকরাম বলেন, ‘আশরাফুল দীর্ঘদিন বাংলাদেশের হয়ে খেলেছে। সেলিম, রোকন ও আফতাবের মত খেলোয়াড়রা আছে। আমরা তাদের সঙ্গেও আলোচনা করব। তাদের ইচ্ছা হলে আমরা তাদেরও যুক্ত করব। যাতে আমাদের ক্রিকেটাররা তাদের মাধ্যমে উপকৃত হবে।’