এনসিএলের আগামী আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) পূর্ণাঙ্গ সময়সূচি দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে আগামী ১৪ সেপ্টেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টের। প্রথম দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। রাজশাহীতে লড়বে খুলনা ও চট্টগ্রাম। বগুড়ায় মুখোমুখি হবে ঢাকা ও বরিশাল।
টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ডের সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী ও বগুড়ায়। তৃতীয় রাউন্ডের খেলায় অংশ নিতে দলগুলো যাবে সিলেট। গ্রুপ পর্ব শেষে সেরা চার দল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।
নকআউট পর্বের সব ম্যাচও হবে সিলেটে। ৩০ সেপ্টেম্বর এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে শুরু হবে শিরোপার চূড়ান্ত লড়াই। এরপর ১ অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।
এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট সময়সূচি
প্রথম ও দ্বিতীয় রাউন্ড (রাজশাহী ও বগুড়া)
- ১৪ সেপ্টেম্বর: খুলনা বনাম চট্টগ্রাম (সকাল ৯:৩০), ঢাকা বনাম বরিশাল (দুপুর ১:৩০)
- ১৫ সেপ্টেম্বর: রংপুর বনাম খুলনা (সকাল ৯:৩০), সিলেট বনাম রাজশাহী (দুপুর ১:৩০)
- ১৬ সেপ্টেম্বর: ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম (সকাল ৯:৩০), ঢাকা বনাম রাজশাহী (দুপুর ১:৩০)
- ১৭ সেপ্টেম্বর: রংপুর বনাম চট্টগ্রাম (সকাল ৯:৩০), সিলেট বনাম বরিশাল (দুপুর ১:৩০)
- ১৮ সেপ্টেম্বর: ঢাকা মেট্রো বনাম খুলনা (সকাল ৯:৩০), ঢাকা বনাম সিলেট (দুপুর ১:৩০)
- ১৯ সেপ্টেম্বর: রংপুর বনাম ঢাকা মেট্রো (সকাল ৯:৩০), রাজশাহী বনাম বরিশাল (দুপুর ১:৩০)
তৃতীয় রাউন্ড (সিলেট)
- ২১ সেপ্টেম্বর: রংপুর বনাম ঢাকা (সকাল ৯:৩০), ঢাকা মেট্রো বনাম সিলেট (দুপুর ২:০০)
- ২২ সেপ্টেম্বর: চট্টগ্রাম বনাম বরিশাল (সকাল ১০:০০), খুলনা বনাম রাজশাহী (দুপুর ২:০০)
- ২৩ সেপ্টেম্বর: রংপুর বনাম সিলেট (সকাল ১০:০০), ঢাকা মেট্রো বনাম ঢাকা (দুপুর ২:০০)
- ২৪ সেপ্টেম্বর: খুলনা বনাম বরিশাল (সকাল ৯:৩০), চট্টগ্রাম বনাম রাজশাহী (দুপুর ১:৩০)
- ২৫ সেপ্টেম্বর: রংপুর বনাম রাজশাহী (সকাল ১০:০০), ঢাকা মেট্রো বনাম বরিশাল (দুপুর ২:০০)
- ২৬ সেপ্টেম্বর: সিলেট বনাম চট্টগ্রাম (সকাল ১০:০০), ঢাকা বনাম খুলনা (দুপুর ২:০০)
- ২৭ সেপ্টেম্বর: রংপুর বনাম বরিশাল (সকাল ৯:৩০), ঢাকা মেট্রো বনাম রাজশাহী (দুপুর ১:৩০)
- ২৮ সেপ্টেম্বর: চট্টগ্রাম বনাম ঢাকা (সকাল ৯:৩০), খুলনা বনাম সিলেট (দুপুর ১:৩০)
নকআউট পর্ব (সিলেট)
- ৩০ সেপ্টেম্বর: এলিমিনেটর (দুপুর ১২:৩০) ও কোয়ালিফায়ার ১ (বিকেল ৫:০০)
- ১ অক্টোবর: কোয়ালিফায়ার ২ (বিকেল ৫:০০)
- ৩ অক্টোবর: ফাইনাল (বিকেল ৫:০০)