অভিষেক সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন ব্রেভিস

‘মি. ৩৬০’ হিসেবে খ্যাত দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স। বোলারদের জন্য এক আতঙ্কের নাম ছিলেন তিনি। তার উত্তরসূরী হিসেবে ভাবা হত ডেওয়াল্ড ব্রেভিসকে। তকমা পেয়েছিলেন ‘মিনি এবি’ হিসেবে। সেই নামের প্রতি অবশ্য খুব বেশি সুবিচার করতে পারছিলেন না তিনি। কিন্তু এবার তেরেফুরে বের হলেন। উলোটপালোট করে দিলেন রেকর্ড বই।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করতে নেমে ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল প্রোটিয়ারা। ঠিক সেখান থেকেই হাল ধরেছেন ব্রেভিস। শুরুতে কিছুটা দেখেশুনে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হয়ে উঠেন।
জাতীয় দলে এর আগে ব্রেভিসের ইনিংস ছিল ৪১ রানের। আজ ২৫ বলে তুলে নেন অভিষেক হাফসেঞ্চুরি। কিন্তু এরপর যেটা করেছেন এই প্রোটিয়া, সেটা হয়ত অসিরা কল্পনাও করেননি। পরের ৫০ রান করতে খেলেছেন মাত্র ১৬ বলে। ৪১ বলে ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৬ বলে ১২৫ রানে।
এই ইনিংস দিয়ে দুটি রেকর্ডে নাম লিখিয়েছেন ব্রেভিস। আজ ২২ বছর ১০৫ দিন বয়সে দেশের জার্সিতে সেঞ্চুরি করেছেন তিনি। প্রোটিয়াদের জার্সিতে এখন সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান ব্রেভিস। এর আগে এই রেকর্ড ছিল রিচার্ড লেভির। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ বছর ৩৬ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন লেভি।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংসটিও এখন ‘মিনি এবির’। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রেভিসের ১২৫ রানের ইনিংসটি প্রোটিয়াদের জার্সিতে সর্বোচ্চ রান। আগের রেকর্ডটি ছিল ফাফ দু প্লেসির। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ রানের ইনিং খেলেছিলেন তিনি। এতদিন এটাই ছিল দক্ষিণ আফ্রিকার জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস।