এশিয়া সফরে আসছে ব্রাজিল, প্রতিপক্ষ কারা?

ব্রাজিল ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে আরও বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সেলেসাওরা। যা শুরু হওয়ার কথা রয়েছে এশিয়া সফর দিয়ে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে তারা।
তবে ম্যাচ দুটি নিয়ে আগেই সম্ভাব্য সূচি জানিয়ছিল দেশটির সংবাদমাধ্যম গ্লোবো। কার্লো আনচেলত্তির দল আগামী অক্টোবর মাসে খেলবে দুটি ম্যাচ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে। মঙ্গলবার ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) তাদের এশিয়া সফরের এই ম্যাচসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সমাজিক যোগাযোগমাধ্যমে ‘এক্স’-এ একটি পোস্ট দিয়েও তারা তাদের সূচি জানিয়েছে।
১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের প্রস্তুতির সময়ও এই দুই দেশের বিপক্ষে খেলেছিল ব্রাজিল, এবারও একই ভেন্যুতে ফিরছে তারা। সেবার দুটি ম্যাচেই জয় তুলে নেয় ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ শেষে এই সফরের মাধ্যমে নিজেদের গুছিয়ে নিতে চায় আনচেলত্তির দল। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচে ৫ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে ব্রাজিল এবং ১০ সেপ্টেম্বর তারা বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে এল আল্টোতে।