বাংলাদেশকে সিরিজ হারাতে চান নেদারল্যান্ডস অধিনায়ক

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস। এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্য এটি প্রস্তুতি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে আগামী ৩০ আগস্ট থেকে। এর আগে সিলেটে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) অনুশীলন করেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল।
অনুশীলনে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বাংলাদেশে সিরিজ জিততে এসেছেন বলে জানান তিনি। ভালো ক্রিকেট খেললে সিরিজ জেতা সম্ভব বলে তার বিশ্বাস।
এডওয়ার্ডস বলেন, ‘আমি অবশ্যই সিরিজ জয়ের ব্যাপারটা বিশ্বাস করি। আমরা সিরিজ জেতার জন্যই খেলি। আশা করি, ভালো ক্রিকেট খেলতে পারব। যদি যথেষ্ট ভালো খেলতে পারি, তাহলে আমাদের সামনে সুযোগ তৈরি হবে।’
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ওনেদারল্যান্ডস। এর মধ্যে বাংলাদেশকে একবারই হারাতে পেরেছিল ডাচরা, একমাত্র জয় টি আসে ২০১২ সালে।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩০ আগস্ট। বাকি দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।