মাদুশঙ্কার হ্যাটট্রিকে শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়

সিরিজের প্রথম ওয়ানডেতে হারারেতে গতকাল শুক্রবার (২৯ আগস্ট) টসে হেরে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। জিম্বাবুয়েকে ২৯৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় তারা। জবাবে ১৬১ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। সেখান থেকে ৮৭ বলে ৯২ রান ঝকঝকে ইনিংস খেলেন সিকান্দার রাজা। তবে এরপরই ঘটে ছন্দপতন। শেষ ওভারে লঙ্কান বোলার দিলশান মাদুশঙ্কার হ্যাটট্রিকে জয় পায় শ্রীলঙ্কা।
শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। কিন্তু মাদুশঙ্কার ম্যাজিকে তারা হার মানে।
শুরুতেই ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড গারাভার সামনে দিশেহারা হয়ে পরে লঙ্কান ওপেনাররা। দলীয় মাত্র ৯ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৩ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হন নিশান মাদুশকা। এরপরই অবশ্য কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কার ১০০ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেয় সফরকারীরা। ১২৮ বলের এই জুটি ভাঙেন শেন উইলিয়ামস। কুশল মেন্ডিস ফেরেন ৬৩ বলে ৩৮ রান করে। এর কিছুক্ষণ পর মুজারাবানির শিকার হয়ে নিশাঙ্কা ফেরেন ৯২ বলে ৭৬ রানে করে।
মাঝে ক্রিজে থিতু হয়েও সাদিরা সামারাবিক্রমা আউট হন ৩৫ রানে। তাকে ফেরান সিকান্দার রাজা। এরপর লঙ্কানদের বড় পুঁজির ভিতটা গড়ে ষষ্ঠ উইকেটে লিয়ানাগে-কামিন্দুর জুটিতে। দুজন মিলে গড়েন মাত্র ৮৩ বলে ১৩৭ রানের জুটি। যেটি লঙ্কানদের প্রায় তিনশ ছোঁয়া পুঁজি এনে দেয়। ৪৮তম ওভারে ঝড় ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন লঙ্কান দুই ব্যাটসম্যান। ৪৭ বলে ৭০ রানের হার না মানা ইনিংস খেলেন লিয়ানাগে। তার ব্যাট থেকে ছয়টি চার ও তিনটি ছক্কা আসে। স্ট্রাইকরেট ছিল প্রায় ১৪৯।
অপরদিকে, কামিন্দু আউট হন ইনিংসে শেষ বলে। ৩৬ বলে ৫৭ রান করেন তিনি। তার প্রায় ১৫৯ স্ট্রাইকরেটের ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। স্বাগতিকদের হয়ে দুটি উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাবা। নির্ধারিত ৫০ ওভারে শেষে ৬ উইকেটে ২৯৮ রানের পুঁজি পায় সফরকারী শ্রীলঙ্কা।
২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় রানের খাতা খোলার আগেই ফেরেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। আসিথা ফার্নান্দোর একই ওভারে আউট হন ব্রেন্ডন টেইলরও। এই অভিজ্ঞ তারকা এদিন চার বছর পর ওয়ানডে খেলতে নেমেছিলেন। তবে এরপর ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। এরপর স্বাগতিক অধিনায়ক শন উইলিয়ামস ও বেন কারান মিলে গড়েন ১১৮ রানের কার্যকর জুটি। উইলিয়ামসকে শিকার করে এই জুটি ভাঙেন কামিন্দু মেন্ডিস। ৫৪ বলে ২ ছক্কা ও ৭ চারে ৫৭ রান করা বিদায় নেন অধিনায়ক উইলিয়ামস।
উইলিয়ামসের বিদায়ের পর সিকান্দার রাজার সঙ্গে ২২ রানের জুটি গড়েই বিদায় নেন বেন কারান। ৯০ বলে ৭০ রান আসে কারানের ব্যাট থেকে। এরপর ওয়েসলে মাধিভেরে ১০ বলে ৮ রান করেই বিদায় নেন।
১৬১ রানে ৫ উইকেট হারালেও ৬ষ্ঠ উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। টনি মুনিওঙ্গালে নিয়ে ১১৫ বলে ১২৮ রানের দারুণ এক জুটি গড়েন রাজা। শেষ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ১০ রান। তখন প্রথম তিন বলেই রাজা, ব্র্যাড ইভান্স ও এনগারাবাকে ফিরিয়ে স্বাগতিকদের কাঁপন ধরান মাদুশঙ্কা। ৮৭ বলে ৮ চারে ৯২ রান করেন রাজা এবং মুনিয়োঙ্গা অপরাজিত ছিলেন ৫২ বলে ৪৩ রানে।