শিরোপা হারিয়ে থুথু-কাণ্ড ঘটালেন সুয়ারেজ

মাঠের বাইরের বিতর্কিত কর্মকাণ্ডে অনেকবারই নাম এসেছে উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজের। কামড়কাণ্ড থেকে থুথু নিক্ষেপ—বেশ প্রশিদ্ধ সুয়ারেজের নাম। ক্যারিয়ারের সায়াহ্নে এসে আবারও বিতর্কিত কাণ্ড ঘটালেন ইন্টার মায়ামির এই উরুগুইয়ান ফরোয়ার্ড।
সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে লিগস কাপের ফাইনালে হেরেছে ইন্টার মায়ামি। সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ৩-০ গোলের হার দেখেছে মেসি-সুয়ারেজরা। শিরোপা হাতছাড়া হওয়াকে সহজভাবে নিতে পারেননি সুয়ারেজ। ম্যাচ শেষে তার বিতর্কিত কাণ্ড নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রেফারি শেষ বাঁশি বাজানোর পরই সিয়াটলের মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাসের ঘাড় চেপে ধরেন সুয়ারেজ। কয়েক সেকেন্ড পর সের্হিও বুসকেতস এসে ভার্গাসের মুখে ঘুষি মারেন। মুহূর্তেই মাঠের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা।
এরই মাঝে সমালোচিত সেই কাণ্ড ঘটান সুয়ারেজ। যেটা ধরা পরে টিভি ক্যামেরায়। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে সেই ভিডিও। ভিডিওতে দেখা যায়, সিয়াটলের এক স্টাফের সঙ্গে মেজাজ হারিয়ে কিছু বলছেন সুয়ারেজ। ক্ষিপ্ত সুয়ারেজের এমন আচরণের পরও তার দিকে তাকাননি সিয়াটলের সেই স্টাফ। কিন্তু এরপর আচমকাই তার মুখে থুতু নিক্ষেপ করেন সুয়ারেজ। পরে জানা যায়, ওই ব্যক্তি সিয়াটল দলের নিরাপত্তা পরিচালক জিনি রামিরেজ।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, বিতর্কিত এই কাণ্ডে শাস্তি পেত যাচ্ছেন সুয়ারেজ। ভিডিও ফুটেজ দেখে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে লিগস কাপের শৃঙ্খলা কমিটি। সুয়ারেজের সেই শাস্তি হতে পারে অন্তত ছয় ম্যাচের নিষেধাজ্ঞা।
দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, এ ধরনের ঘটনায় এর আগেও শাস্তি দেওয়ার ঘটনা আছে। গত মৌসুমে হেক্টর হেরেরা এক রেফারির দিকে থুতু ছুঁড়ে দেওয়ার জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন।
সুয়ারেজের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেছেন, ‘আমি ঘটনার সময় দূরে ছিলাম। তাই মন্তব্য করতে পারছি না। তবে এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। যদি কোনো প্রতিক্রিয়া দেখানো হয়ে থাকে, তা সম্ভবত উসকানির ফল।’
এর আগেও এমন বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন সুয়ারেজ। ২০০৭ সালে আয়াক্সে এবং ২০১১ সালে লিভারপুলে থাকতেও তিনি প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও প্রতিপক্ষের গ্যালারির দিকে থুতু মারেন। এছাড়াও মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড় দেওয়ার ঘটনা সুয়ারেজের ক্যারিয়ারের অন্যতম ডার্ক সাইড।