প্রথমবার সিংহাসনে রাজা, আগের মতোই মিরাজ

গত বছর থেকেই দুর্দান্ত সময় পার করছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। যেন নতুন করে নিজেকে আবিষ্কার করেছেন এই রোডেশিয়ান তারকা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও সেই ধারা অব্যাহত রেখেছিলেন রাজা। সেটার পুরস্কার পেলেন এবার। প্রথমবারের মতো র্যাংকিংয়ের চূড়ায় উঠেছেন তিনি।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানেই দেখা যায় দুই ধাপ এগিয়ে ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন রাজা। ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে দ্বিতীয় স্থান ছিল রাজার আগের সেরা অবস্থান। ২০২৩ সালের ডিসেম্বরে প্রথমবার দুইয়ে উঠেছিলেন তিনি।
এর আগে ছেলে অলরাউন্ডারদের শীর্ষে ছিলেন আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই, দুইয়ে ছিলেন মোহাম্মদ নাবি। এই দুজনকে টপকে গেছেন রাজা। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩০২।
অন্যদিকে এক ধাপ করে পিছিয়ে দুই নম্বরে আছেন ওমারজাই (২৯৬) আর তিন নম্বরে নাবি (২৯২)। কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। ২৪৯ রেটিং নিয়ে আগের মতোই চার নম্বরে আছেন তিনি। পরের স্থানে নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল (২৪৬)।
ওয়ানডের ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন রাজা। ৯ ধাপ এগিয়ে উঠেছেন ২২তম স্থানে। এটি তার ক্যারিয়ার সেরা র্যাংকিং। এই তালিকায় তার ওপরে নেই জিম্বাবুয়ের আর কেউ। বোলারদের র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৮তম স্থানে।
দুই ম্যাচেই ফিফটি করে (৭০ ও ৭৯) বেশ বড় লাফ দিয়েছেন বেন কারান। ৭১ ধাপ এগিয়ে ৯০তম স্থানে জিম্বাবুয়ে ওপেনার। ৭৬ ও ১২২ রানের ইনিংস খেলে সাত ধাপ এগিয়ে ত্রয়োদশ স্থানে উঠেছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা। তার সতীর্থ জানিথ লিয়ানাগে ১৩ ধাপ এগিয়ে আছেন ২৯ নম্বরে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৬ রান করা দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম তিন ধাপ এগিয়ে এখন ২০তম স্থানে। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সবার ওপরে ভারতের শুবমান গিল।
ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার কেশাভ মহারাজ। প্রোটিয়ার এই স্পিনারের রেটিং পয়েন্ট এখন ৬৯০। দুইয়ে নেমে গেছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা (৬৫৯)।