নতুন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বিসিবির

কোনো দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য সবার আগে প্রয়োজন ঘরোয়া ক্রিকেটের উন্নয়ন করা। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পরে ঠিক সেই কাজটাই করছেন। ঘরোয়া ক্রিকেটের উন্নতিতে জোর দিয়েছেন তিনি। বর্তমানে ঘরোয়া ক্রিকেটে তিনটি টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। ক্রিকেটারদের বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে নতুন আরও একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বিসিবির।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) এনসিএল টি-টোয়েন্টির উদ্বোধনী অনুষ্ঠানে সেই পরিকল্পনার কথা জানালেন বিসিবি সভাপতি বুলবুল। নতুন আরেকটি ‘লিস্ট এ’ ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের কথা জানান তিনি।
বুলবুল বলেন, ‘বর্তমানে আমাদের ‘লিস্ট এ’ ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) হচ্ছে। আমরা চেষ্টা করবো এই ‘লিস্ট এ’ ক্রিকেটটা, আমাদের যে বিভাগীয় দলগুলো আছে, সেই দলগুলোর মাধ্যমে কিভাবে আমরা আরেকটা টুর্নামেন্ট করতে পারি। এটা নিয়ে আলোচনা করব, ক্যালেন্ডার খুঁজব।’