ছক্কার চেয়ে স্মার্ট ক্রিকেট খেলতে চান লিটন

আধুনিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং সমালোচনার শেষ নেই। টাইগার ব্যাটারদের বড় শট খেলার সক্ষমতা নিয়েও আছে নানা প্রশ্ন। সেই সমস্যার সমাধান করতে গতমাসে পাওয়ার হিটিং কোচ নিয়ে এসেছিল বিসিবি। জুলিয়ান উড বিশেষ ক্লাস নিয়েছেন পাওয়ার হিটিং নিয়ে। এশিয়া কাপে মাঠের নামার আগেরদিন সসংবাদ সম্মেলনে আবারও পাওয়ার হিটিং নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হলো লিটন দাসকে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক লিটন। সেখানে লিটন জানালেন, ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেট খেলাটা বেশি গুরুত্বপূর্ণ। তবে বড় বড় ছয় মারাকে প্লাস পয়েন্ট হিসেবেই দেখছেন তিনি।
লিটন বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আপনি যখন বড় বড় ছয় মারবেন, এটা একটা প্লাস পয়েন্ট। আপনি জানেন যেকোনো বিপদে, পরিস্থিতি থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আমার মনে হয়, শুধু ছয় মারার চেষ্টার চেয়ে, আমাদেরকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। আপনাকে এটা বুঝতে হবে প্রতি ম্যাচে ছয় মারলেই চলবে না। আপনাকে বুঝতে হবে বাউন্ডারি কতখানি আছে, প্রতিপক্ষ কেমন।’
এশিয়া কাপের প্রস্তুতি নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ। সেই সিরিজে প্রথম দুই ম্যাচেই টসে জিতে বল করেছে বাংলাদেশ। এতে নেদারল্যান্ডস দ্রুতই অলআউট হয়ে যাওয়ায় বড় জয়ে পেয়েছে বাংলাদেশ। তবে, কোনো ম্যাচেই ব্যাট করার সুযোগ পায়নি মিডলঅর্ডার ব্যাটাররা। সেসময় প্রশ্ন উঠেছিল, আগে ব্যাট করলে প্রস্তুতিটা ভালো হতো কী-না?
তবে লিটনের বিশ্বাস দলের প্রয়োজনের সময়ে জ্বলে উঠবেনি মিডল অর্ডার ব্যাটাররা। তিনি বলেন, ‘আপনি কয়েকটা গেইম যদি দেখেন সাম্প্রতিক সময়ে—আমরা টপ অর্ডাররা খুব ভালো পারফর্ম করেছি। মিডল অর্ডারের হাতে খুব বেশি একটা দায়িত্ব আসেনি। আমি বিশ্বাস করি মিডল অর্ডারের হাতে যখনই দায়িত্ব আসবে তারা ঘুরে দাঁড়াবে। আগেও করেছে এবং তারা করে দেখাবে।’