সাইম আইয়ুব ছাড়া পাকিস্তান দলে কোনো ‘ক্লাস’ নেই : অশ্বিন

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে শোচনীয় পরাজয় দেখেছে পাকিস্তান। অবশ্য ম্যাচ শেষে ভারতের হাত না মেলানোর আলোচনায় কিছুটা চাপা পড়েছিল পাকিস্তানের সেই পরাজয়ের আলাপ। তবে, সেটাকে কিছুটা সামনে নিয়ে আসলেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে কোনোমতে ১০০ ছাড়ানো পুঁজি দাঁড় করাতে পেরেছিল পাকিস্তান। শেষদিকে শাহিন আফ্রিদির ৩৩ রানের ইনিংসে ভর করে তাদের সংগ্রহ ছিল ১২৭ রান। ভারত সেই লক্ষ্য অনায়াসেই পেরিয়ে যায়। পাকিস্তানের এমন ভরাডুবির পর অশ্বিনের মনে করেন, পাকিস্তান দলে সাইম আইয়ুব ছাড়া কোনো ‘ক্লাস’ (মান) নেই।
পাকিস্তান মূলত ম্যাচ ম্যাচ হেরে গিয়েছিল ব্যাটিং ইনিংসেই। ব্যর্থতার গল্প লিখে যাওয়া-আসার মিছিয়ে যোগ দিয়েছিলেন পাকিস্তানি ব্যাটাররা। প্রথম ৭ ব্যাটসম্যানের মধ্যে কেবল দুজন দুই অঙ্ক ছুঁতে পারেন। শাহিবজাদা ফারহানা ৪০ ও ফখর জামান করেন ১৭ রান। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি ১৬ বলে ৩৩ রান না করলে পাকিস্তানের সংগ্রহ আরও কম হতে পারত।
পাকিস্তানের এমন ব্যাটিংয়ের সমালোচনা করে অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘সাইম আইয়ুব ছাড়া পাকিস্তান দলে কোনো ক্লাস (খেলোয়াড়) আছে বলে আমি মনে হয় না। যদি দুই দলের ব্যাটিংয়ের তুলনা করি; অভিষেক শর্মা প্রথম বলেই এগিয়ে এসে শাহিন শাহ আফ্রিদির বিপক্ষে পা ব্যবহার করেছে। অন্যদিকে মোহাম্মদ হারিস ক্রিজে দাঁড়িয়ে যশপ্রীত বুমরাহর বলকে টেনে মারতে গিয়েছিল, আর বলটা সোজা ওপরে উঠে গেল। বুমরাহর বিপক্ষে এমন শট খেলা যায় না; এটা ওমান দল নয়।’
টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। গত বছর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এরপর দলে পরিবর্তন এলেও দুর্দান্ত সময় পার করছে সূর্যকুমার যাদবের দল। দলের সবাই নিজেদের কাজটা ঠিকঠাক মতো করছে। বিপরীতে দুঃসময় পার করছে পাকিস্তান। ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না সালমান আলী আগার দল।
এমন অবস্থায় অশ্বিন মনে করেন, কোনোভাবেই ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা চলে না। তিনি বলেন, ‘ভারত সবদিক থেকেই আলাদা পর্যায়ের দল—সেটা বাস্তবতায়, দক্ষতায় ও কৌশলগতভাবে। তুলনাটা তাই অন্যায্য।’