আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান

শুরুর ব্যর্থতা কাটিয়ে দায়িত্ব নিলেন ফখর জামান। শেষদিকে ব্যাটহাতে ঝড় তুললেন শাহিন শাহ আফ্রিদি। এতে স্কোরবোর্ডে দেড়শ ছুঁইছুঁই লড়াকু পুঁজি দাঁড় করায় পাকিস্তান। এই রান তাড়াও অবশ্য কঠিনই হওয়ার কথা ছিল আরব আমিরাতের জন্য। হয়েছেও সেটাই। বোলিংয়ে বাজিমাত করেছেন আফ্রিদি-আবরার-সাইমরা। এতে আরব আমিরাতকে হারিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করল পাকিস্তান।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের পুঁজি দাঁড় করিয়েছিল পাাকিস্তান। জবাব দিতে নেমে ১৭.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১০৫ রান তুলতে পারে আরব আমিরাত। পাকিস্তান জয় পায় ৪১ রানের বড় ব্যবধানে।
রান তাড়ায় নেমে শুরুটা মন্দ হয়নি আরব আমিরাতের। প্রথম পাঁচ ব্যাটারের চারজনই দুই অঙ্ক ছাড়িয়েছে। কিন্তু কেউ ইনিংস বড় করতে পারেননি। দুই ওপেনার আলিশান শারাফু ৮ বলে ১২ ও মোহাম্মদ ওয়াসিম ১৫ বলে ১৪ রানে ফিরেছেন।
তিন নম্বরে নামা মোহাম্মদ জোহাইব দ্রুত ফিরলেও চতুর্থ উইকেটে ৪৮ রানের জুটিতে পাকিস্তানকে চোখ রাঙানি দিচ্ছিলেন ধ্রুব পারাশার আর রাহুল চোপড়া। ২৩ বলে ২০ রান করা পারাশারকে ফিরিয়ে সেই জুটি ভাঙ্গেন হারিস রউফ। রাহুল চোপড়াও আর বেশি সময় থাকতে পারেননি উইকেটে। ৩৫ বলে ৩৫ রান করে ফেরেন তিনি।
আরব আমিরাতের আশা শেষ হয়ে যায় এই জুটি ভাঙ্গার পরই। এরপর বাকিরা ছিল যাওয়া-আসার মিছিলে। প্রতিরোধও গড়তে পারেনি কোনো ব্যাটার।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। মাত্র ৯ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার সাইম আইয়ুব (২ বলে ০) ও সাহিবজাদা ফারহান (১২ বলে৫)।
তৃতীয় উইকেট জুটিতে শুরুর সেই ধাক্কা সামাল দেন ফখরন জামান আর অধিনায়ক সালমান আলী আগা। ৬১ রানের জুটিতে রানের গতি সচল রাখেন তারা। টেস্ট সুলভ ব্যাটিং করে ২৭ বলে ২০ রান করে সালমান ফিরলে ভাঙ্গে সেই জুটি।
এরপর আবারও ব্যাটিং ব্যর্থতা দেখে পাকিস্তান। দ্রুতই ফিরে যান হাসান নাওয়া (৪ বলে ৩), খুশদিল শাহ (৬ বলে ৪), মোহাম্মদ নাওয়াজরা (৫ বলে ৪)। ইনিংস বড় করতে পারেননি মোহাম্মদ হারিসও (১৪ বলে ১৮)। হাফসেঞ্চুরি তুলে নিয়ে মাঝে বিদায় নেন ফখর জামানও। ৩৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি।
এদিনও শেষদিকে ১৪ বলে ২৯ রানের ক্যামিও খেলেন শাহিন শাহ আফ্রিদি। ৩ চার আর ২ ছক্কায় গড়া তার এই ইনিংসে ভর করেই দেড়শ ছুঁইছুঁই পুঁজি পায় পাকিস্তান।
পাকিস্তান : ২০ ওভারে ১৪৬/৯ (সাইম ০, সাহিবজাদা ৫, ফখর ৫০, সালমান ২০, হাসান নাওয়াজ ৩, খুশদিল ৪, হারিস ১৮, মোহাম্মদ নাওয়াজ ৪, হারিস রউফ ০, আফ্রিদি ২৯*; জুনাইদ ৪-০-১৮-৪, রহিদ ৪-০-৩৬-০, ধ্রুব ৪-০-৩৬-১, হায়দার ৪-০-২৮-০, সিমরানজিৎ ৪-০-২৬-৩)।
আরব আমিরাত : ১৭.৪ ওভারে ১০৫/১০ (শারাফু ১২, ওয়াসিম ১৪, জোহাইব ৪, রাহুল ৩৫, পারাশার ২০, আসিফ ০, হারষিত ০, হায়দার ৬, সিমরানজিৎ ১, রহিদ ২, জুনাইদ ০*; আফ্রিদি ৩-০-১৬-২, মোহাম্মদ নাওয়াজ ৩-০-২৭-০, হারিস রউফ ২৪.-০-১৯-২, আবরার ৪-০-১৩-২, সাইম ৪-০১৮-১, সালমান ১-০-৯-১)।
ফলাফল : পাকিস্তান ৪১ রানে জয়ী।