গোটাবায়ার বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমে এলেন সনাৎ জয়াসুরিয়া
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/11/364534135_4.jpg)
শ্রীলঙ্কায় চলমান গণবিক্ষোভে এবার রাস্তায় এসে জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা দিলেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়া। কয়েক দিন ধরেই টুইটারে বিক্ষোভ নিয়ে একাধিক টুইট করে আসছিলেন জয়াসুরিয়া। টুইটে তিনি লেখেন, কোনো ব্যর্থ নেতাকে প্রত্যাখ্যান করার জন্য তাঁর দেশকে কখনও এতটা সংঘবদ্ধ হতে দেখেননি।
জয়াসুরিয়া টুইটারে আরও লেখেন, ‘শ্রীলঙ্কার মানুষের পাশে সবসময় দাঁড়ানোর জন্য আমি তৈরি। খুব তাড়াতাড়ি জয়ের উচ্ছ্বাসে মাতব। কোনো সহিংসতা ছাড়া সেটা হোক, এটাই চাই আমি।’
এরপরেই আর একটি টুইটে প্রেসিডেন্ট গোটাবায়ার বিরুদ্ধে লেখেন, ‘দখল সম্পন্ন হয়েছে। আপনার রাজত্ব শেষ হয়ে গেছে। মানুষের শক্তি অবশেষে জয় পেয়েছে। এবার অন্তত আপনি পদত্যাগ করুন।’
টানা বিক্ষোভের একপর্যায়ে গত শনিবার (৯ জুলাই) বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়লে পালিয়ে যেতে বাধ্য হন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। এরপরই সাধারণ জনতা বাসভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
এদিন গোটাবায়া রাজাপাকসের সরকারি বাসভবন কয়েক হাজার বিক্ষোভকারী ঘিরে ফেলেন। তাঁদের দাবি, গ্রেপ্তার করতে হবে গোটাবায়াকে। এ সময় পরিস্থিতি এমন রূপ ধারণ করে যে, গোটাবায়া বাসভবন থেকে পালাতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
রাস্তায় এসে জনগণের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়ে গোটাবায়ার বিরুদ্ধে নানা কথা বলেন জয়াসুরিয়া। এ সময় অনেকের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় বিশ্বকাপজয়ী এ সাবেক ক্রিকেটারকে।
খেলা ছাড়ার পর এক যুগ আগে রাজনীতিতে যোগ দেন সনাৎ জয়াসুরিয়া। মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বাধীন ইউএফপিএ সরকারের মন্ত্রীও ছিলেন তিনি। ২০১৫ সালে সংসদ ভেঙে দেওয়ার পর আর ভোটে লড়েননি তিনি। তবে, শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মাঝে মধ্যেই কথা বলতে দেখা যায় তাঁকে।