ঐতিহ্য ভেঙে বিদেশি নেতাদের আমন্ত্রণ
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে সমর্থক ও বিরোধীদলের নেতা এবং দেশে-বিদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মিলিয়ে প্রায় দুই লাখ লোকের সমাগম হওয়ার কথা রয়েছে। যদিও এবার শপথ অনুষ্ঠানের ঐতিহ্য ভেঙে বিদেশি রাষ্ট্রনেতাদেরও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।
মার্কিন যুক্তরাষ্ট্রের ঐহিত্য অনুযায়ী প্রেসিডেন্টের অভিষেক একটি অভ্যন্তরীণ বিষয়। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট সাধারণত মার্কিন কর্মকর্তা, দেশটির সাবেক রাষ্ট্রপ্রধান ও সাবেক ভাইস প্রেসিডেন্টদের উপস্থিতিতে ক্যাপিটাল ভবনের সিঁড়িতে স্থাপিত খোলা মঞ্চে শপথ নেন। আশপাশের খোলা জায়গা থেকে উপস্থিত জনতা এই অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করেন। কিন্তু এবারের শপথ অনুষ্ঠানে ঐতিহ্য ভেঙে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে অনুষ্ঠানটি এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় না থেকে আন্তর্জাতিক বিষয়ে রূপান্তরিত হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, প্রায় এক ডজন বিদেশি নেতা ও ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এর আগে বিদেশি রাষ্ট্রগুলোর শুধু রাষ্ট্রদূত অথবা পররাষ্ট্রমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন।
যাদের আমন্ত্রণ জানানো হয়েছে
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং: রাজনীতি ও অর্থনীতিতে প্রতিপক্ষ হলেও চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। কিন্তু শি’র প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান জং।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলি: আর্জেন্টিনার এই ডানপন্থি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেন।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি: শিডিউল মিললে ইতালির চরম ডানপন্থি দল ব্রাদার্স অব ইতালির নেতা মেলোনি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে তার দপ্তর।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান: দেশটির জনপ্রিয়তাবাদী নেতা অরবান ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। কিন্তু ব্যস্ততার কারণে তিনি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না।
ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া: নোবোয়া ট্রাম্পের জয়কে লাতিন আমেরিকার বিজয় বলে অভিহিত করেছিলেন। তিনি তার পুনর্নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে ওয়াশিংটনে উপস্থিত হচ্ছেন।
এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে: শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বন্ধু বুকেলেকে। তবে তিনি উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ২০২৪ সালে এল সালভাদরে বুকেলের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র ট্রাম্প।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো: ‘ক্রান্তীয় অঞ্চলের ট্রাম্প’ নামে পরিচিত চরম ডানপন্থি বোলসোনারো আমন্ত্রণ পেলেও শাস্তিমূলক ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না।
পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মাতেউশ মোরাভিয়েছকি: সম্প্রতি ইউরোপিয়ান পার্লামেন্টের ডানপন্থি ইউরোপিয়ান কনজারভেটিভস ও রিফর্মিস্টস পার্টির নেতা নির্বাচিত হওয়া মোরাভিয়েছকি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।