দক্ষিণ কোরিয়ার হোটেলে অগ্নিকাণ্ডে ৬ জন নিহত, আহত ২৫
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/dkssinn_koriyyaa.thaam_.jpg)
দক্ষিণ কোরিয়ার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয় জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের ব্যানিয়ান ট্রি হোটেলের নির্মাণস্থলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ন্যাশনাল ফায়ার এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। সেই সময় ব্যানিয়ান ট্রি হোটেলের নির্মাণস্থলে প্রায় ১০০ জন শ্রমিক ছিলেন।
দেশটির জনস্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা এএফপিকে জানান, ২৫ জন শ্রমিক ধোঁয়ার কারণে গুরুতর আহত হয়েছেন। এখন পর্যন্ত তাদের মধ্যে ছয়জন প্রাণ হারিয়েছেন।
ন্যাশনাল ফায়ার এজেন্সির কর্মকর্তা হং গণমাধ্যমকে জানায়, নির্মাণস্থলের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শ্রমিকরা সেখানে নিরোধক উপকরণ মজুত রেখেছিল। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আগুন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ঘটনাস্থল থেকে চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
![](https://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/14/dkssinn_koriyyaa.jpg)
হং আরও বলেন, আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে পুঙ্খানুপুঙ্খভাবে এর তদন্ত করলে সঠিক কারণ সহজে জানা যাবে।
এর আগে কোরিয়ার গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার বুসানের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ১৭৬ জনকে উদ্ধার করা হলেও সাতজন আহত হয়। ওই দুর্ঘটনার কয়েক সপ্তাহ পরে হোটেলে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে।