যুদ্ধবিমানের মহড়ায় ট্রাম্পকে যেভাবে রাজকীয় অভ্যর্থনা জানাল কাতার

মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিমানের এক নজরকাড়া প্রদর্শনী দিয়ে বরণ করে নিয়েছে কাতার। আজ বুধবার (১৪ মে) দেশটির আকাশ সীমায় প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আটটি যুদ্ধবিমান মার্কিন প্রেসিডেন্টের বিমান ‘এয়ার ফোর্স ওয়ানকে’ ঘিরে উড়তে শুরু করে। খবর অনলাইন সংবাদমাধ্যম মাতজাভ ডট কমের।
পর্যবেক্ষকদের মতে, কাতারের এই অভ্যর্থনা আগের দিন সৌদি আরবের দেওয়া অভ্যর্থনাকে ছাড়িয়ে যাওয়ার একটি প্রচেষ্টা ছিল। কারণ সৌদি আরবে ট্রাম্পের আগমনের সময় ছয়টি যুদ্ধবিমান তাকে অভ্যর্থনা জানিয়েছিল।

ট্রাম্পের সফরসঙ্গী সাংবাদিকরা জানান, চারটি কাতারি যুদ্ধবিমান ‘এয়ার ফোর্স ওয়ানের’ ডানদিকে উড়ছিল।
অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায় বাম দিকে আরও চারটি যুদ্ধবিমান উড়ছে।
এরপর দোহার বিমানবন্দরে ট্রাম্পকে দেওয়া লাল গালিচা অভ্যর্থনাও ছিল চোখে পড়ার মতো। সেখানে তাকে স্বাগত জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। মার্কিন প্রেসিডেন্ট এরপর আমিরের সঙ্গে বিলাসবহুল লুসাইল প্রাসাদে এক বৈঠকে মিলিত হন।
এই সফরে ট্রাম্প সৌদি আরব ও কাতারের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও সফর করবেন।