গাজা ইস্যুতে দ্বৈত নীতি পরিহারের আহ্বান জানাল ফ্রান্স

আন্তর্জাতিক সম্প্রদায়কে ইউক্রেনের মতো গাজা ইস্যুতেও সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। স্থানীয় সময় শুক্রবার (১৬ মে) আলবেনিয়ায় ইউরোপীয় নেতাদের এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর আল জাজিরার।
ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন,‘মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, তারা কখনও কখনও বুঝতে পারে না আমরা ইউক্রেনের জন্য কি করছি, আমাদের অবশ্যই তাদের বুঝাতে হবে।’
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, ‘গাজা নিয়ে আমরা যখন নীরব থাকি, তখন ইউক্রেন নিয়ে তারা আমাদের একেবারেই বুঝতে পারে না। তারা আমাদের বলে, যখন আঞ্চলিক সার্বভৌমত্ব আক্রান্ত হয়, তখন আপনারা বলেন আমাদের জীবন ঝুঁকির মুখে, আর যখন গণহত্যা চলে, তখন চোখ বন্ধ করে থাকেন। এটি খুবই অদ্ভুত।’
ম্যাক্রোঁ আরও বলেন, ‘আমি কোনো তুলনা করছি না। আমি ইতিহাস জানি। তবে, এই বিষয়ে আমাদের যে সামঞ্জস্য থাকা উচিত, সে সম্পর্কে আমি সত্যিই সবাইকে সম্মিলিতভাবে জাগিয়ে তুলতে চাই।’
গাজার বেসামরিক নাগরিকদের দুর্দশা লাঘবে ও সেখানে মানবিক সহায়তা পৌঁছে দিতে যেন ইউক্রেনের মতো দৃঢ় পদক্ষেপ নিতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই দ্বৈত মানদণ্ড পরিহার করে ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোর কথা বলেন।