যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কাতার যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল

গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য কাতারের রাজধানী দোহা অভিমুখে রওনা হয়েছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। আজ রোববার (৬ জুন) দেশটির পাবলিক ব্রডকাস্টার ‘কান’ এই খবর নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।
কানের ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শর্তের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে পরোক্ষ আলোচনার জন্য আলোচক দল দোহা রওনা হয়েছে।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছিলেন, ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে হামাসের দাবিগুলো ‘অগ্রহণযোগ্য’। তবে এই মতানৈক্য সত্ত্বেও তিনি ফিলিস্তিনি গোষ্ঠীটির সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য একটি প্রতিনিধি দল কাতারে পাঠিয়েছেন।

এই পদক্ষেপ যুদ্ধবিরতি আলোচনায় নতুন করে আশার সঞ্চার করেছে। তবে দুই পক্ষের মধ্যে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্য বিদ্যমান, যা চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর পথে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এই আলোচনার মূল উদ্দেশ্য হলো গাজায় চলমান সংঘাতের অবসান এবং হামাসের হাতে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করা।