গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৩

গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩২ জনই ত্রাণপ্রার্থী ছিলেন। ইসরায়েল এই এলাকাটি দখল করে ১০ লাখ মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা করছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আশেপাশের এলাকাগুলোকে ‘ধ্বংসস্তূপের ক্ষেত্র’ হিসেবে পরিণত করেছে। এমন পরিস্থিতিতেও অনেক বাসিন্দা সেখান থেকে পালাতে পারছেন না।
এদিকে, ইসরায়েলের এই সামরিক অভিযানের মধ্যেই মানবিক ত্রাণ ও কর্মীদের নিয়ে একটি জাহাজবহর স্পেনের বার্সেলোনা থেকে গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এটি সমুদ্রপথে ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের অবরোধ ভাঙার সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রচেষ্টাগুলোর মধ্যে অন্যতম। এই ত্রাণবহরে রয়েছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থানবার্গসহ অন্যান্য কর্মীরা।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৪৫৯ জনে। এছাড়া আহতের সংখ্যা এক লাখ ৬০ হাজার ২৫৬ জনে পৌঁছেছে।
অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে মোট এক হাজার ১৩৯ জন নিহত হন ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।