ইরানে অতর্কিত হামলায় ৫ পুলিশ নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অতর্কিত হামলায় অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে। আজ শুক্রবার (২২ আগস্ট) দেশটির গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়। খবর বার্তা সংস্থা এএফপির।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ফার্স জানায়, সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ইরানশাহর নগরের কাছে টহলরত দুটি ইউনিট অজ্ঞাত ব্যক্তিদের হামলার শিকার হয়।
পুলিশের বরাতে ফার্স জানায়, অতর্কিত এই সন্ত্রাসী হামলায় নিরাপত্তা ও শান্তি রক্ষাকারী পাঁচ সদস্য প্রাণ হারিয়েছে।
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই পুলিশ, মাদক পাচারকারী ও বিচ্ছিন্নতাবাদীসহ সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের অন্যতম স্থানে পরিণত হয়েছে।
শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের এই প্রদেশটিতে সুন্নি মুসলিম বেলুচ সংখ্যালঘুদের আবাসস্থল। ইরানের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোর মধ্যেও সিস্তান-বেলুচিস্তান একটি।
পুলিশ জানিয়েছে, তাদের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিল, এ সময় তাদের ওপর গুলি চালানো হয়। ইরানি গণমাধ্যমে হামলার কবলে পড়া একটি পুলিশ পিকআপের ছবি প্রকাশ করা হয়েছে, সেখানে পাশেই মাটিতে লাশ পড়ে থাকতে দেখা গেছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।