গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ জনের প্রাণহানি

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় আরও ৫৩ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অনাহারে ও অপুষ্টিতে মারা গেছেন পাঁচজন, যার মধ্যে একটি শিশুও রয়েছে। খবর আলজাজিরার।
হাসপাতালের সূত্র অনুযায়ী, বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন গাজা শহরে মারা গেছেন, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী তাদের হামলা আরও জোরদার করেছে।
এদিকে, কাতারের রাজধানী দোহায় হামাস নেতৃত্বের ওপর ইসরায়েলের হামলার পর বিশ্বব্যাপী ব্যাপক নিন্দা শুরু হয়েছে। কাতার এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে নিন্দা জানিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরনের পূর্ব সতর্কতা দেওয়া হয়নি বলে দাবি করেছে।
অন্যদিকে, দোহায় হামলার একদিন পর ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানা ও দেশের অন্যান্য স্থানে বিমান হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে এ পর্যন্ত গাজায় কমপক্ষে ৬৪ হাজার ৬৫৬ জন নিহত ও এক লাখ ৬৩ হাজার ৫০৩ জন আহত হয়েছেন।

অন্যদিকে, গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে মোট এক হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।