বিরল রোগ হান্টিংটন্স নিয়ে ট্রায়াল দেখাচ্ছে আশার আলো

পৃথিবীরে বুকে সবচেয়ে নির্মম ও ধ্বংসাত্মক যে রোগগুলো রয়েছে, সেগুলোর অন্যতম ‘হান্টিংটন্স রোগ’। পরিবার থেকে পরিবারে বংশ পরম্পরায় এই রোগ মানুষের মস্তিষ্কের কোষগুলোকে (ব্রেন সেল) ধীরে ধীরে মেরে ফেলে, যার ফলশ্রুতিতে দেখা দেয় ডিমেনশিয়া, পারকিনসন্স ও মোটর নিউরন ডিজিজের মতো রোগগুলোর সংঘবদ্ধ সংক্রমণ। খবর বিবিসির।তবে প্রথমবারের মতো ভয়ঙ্কর এই রোগটির সফল চিকিৎসার কথা জানিয়েছেন চিকিৎসকরা। গবেষকদের একটি দল...