শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে খায়রুল ইসলাম সুজন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটে শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
নিহত খাইরুল ইসলাম সুজন কুষ্টিয়া জেলার মিরপুর থানার কুর্শা গ্রামের প্রয়াত আব্দুল কামাল আজাদের ছেলে। তিনি পরিবার নিয়ে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
নিহত সুজনের স্ত্রী ফাতেমা আক্তার বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পোশাক কারখানায় যাবে বলে বাসা থেকে বের হয়ে যান তিনি। আমিও কারখানায় কাজে চলে যাই। বিকেলে সুজন আমাকে ফোন দিয়ে বলে আমি শ্রীপুর রেল স্টেশনের পাশে আছি। তখনি হঠাৎ ট্রেনের শব্দ শুনতে পাই ফোনটাও কেটে যায়। আমি আবার ফোন দিলে ফোনটি বন্ধ পাই। সঙ্গে সঙ্গে আমি কুষ্টিয়ায় ফোন দিয়ে ছোট ভাই সুমনকে জানাই। আমি আমার সহকর্মী একজনকে নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে তার মরদেহ দেখতে পাই।’
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শামীমা জাহান বলেন, বিকেল ৫টা ৫০মিনিটে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি শ্রীপুর রেলস্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ট্রেনে কাটা পড়েন খাইরুল ইসলাম সুজন। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির-উজ-জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।