ঈদে বাড়ি ফেরা হলো না মা-ছেলের, হাসপাতালে বাবা

কুষ্টিয়া সদরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক বাবা আব্দুল কাদের (৩৮) আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার বাইপাস গোল চত্বরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—কুষ্টিয়া শহরের গোশালা রোডের বাসিন্দা ইতি খাতুন (২৮) ও তার তিন বছরের ছেলে শিশু আহনাফ ইব্রাহিম।
এসআই কামরুজ্জামান বলেন, বগুড়ায় কর্মস্থল থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুল কাদের। পথে বাইপাস এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়। গুরুতর আহত হন আব্দুল কাদের। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই কামরুজ্জামান আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। তবে এখনও ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।