মেরুং পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল প্রত্যাহার

খাগড়াছড়ির দীঘিনালার মেরুং পুলিশ ফাঁড়িতে ফ্রি ওয়াইফাই সংযোগ না পেয়ে ব্রডব্যান্ড ক্যাবল ব্যবসায়ী ইসমাইল হোসেনকে মারধর করার অভিযোগে মেরুং ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে মেরুং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুল হাইয়ের ছেলে ইসমাইল হোসেনকে (২৭) ফাঁড়িতে ডেকে আনা হয়। এরপর ফ্রি ওয়াইফাই সংযোগ চাওয়া হলেও ব্যবসায়ী এটি দিতে অস্বীকৃতি জানান। পরে ফাঁড়ির রুমে তাকে মারধর করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া জানান, মেরুং পুলিশ ফাঁড়িতে উপ-পরিদর্শক নাজমুল হাসানের সঙ্গে ব্যবসায়ীর মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় এবং একজন ব্যবসায়ী আহত হন। আহত ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যয় পুলিশ বহন করবে। পুলিশ সুপারকে প্রতিবেদন দাখিলের পর খাগড়াছড়ি পুলিশ সুপার নাজমুল হাসানকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।