শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নাঈম শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ছবি : এনটিভি অনলাইন
গাজীপুরের শ্রীপুরে সড়কে বাতি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে নাঈম শেখ (২৬) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শ্রীপুর পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত দিকে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম শেখ শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উজিলাব গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর পৌরসভার চুক্তিভিত্তিক ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন।
শ্রীপুর পৌরসভার নগর পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, নাঈম শেখ সড়কে বাতি মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ লাইনে শরীর স্পর্শে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম শেখকে মৃত ঘোষণা করেন।