‘নির্বাচনে যারা বিরোধিতা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে’

নির্বাচনে যারা বিরোধিতা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমরা ইতোমধ্যে প্রচারও শুরু করেছি এবং এই নির্বাচনে যারা বিরোধিতা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
গতকাল শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী শহরের বাসস্ট্যান্ড, স্টেশন বাজার, থানামোড়, গণমোড় ও হলবাজার এলাকায় নানান শ্রেণি-পেশার মানুষের হাতে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। দেশের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এই লিফলেট বিতরণ শেষে গণমোড় এলাকায় সৈয়দ মেহেদী আহমেদ রুমী এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন, আমরা সংবিধান বিশ্বাস করি। সেই সংবিধানে পিআর পদ্ধতি নাই। জামায়াতওয়ালারা কোথায় পিআর পদ্ধতি পেল তারা নিজেরাও জানে না। তাদের সংবিধান ও গঠনতন্ত্রেও নেই। পিআর পদ্ধতি একটি জামায়াত ও ভারতীয় ষড়যন্ত্র। তা বাস্তবায়নের জন্য এ দেশীয় এজেন্টরা কাজ করছে। তবে কে এজেন্ট তা আপনারাও ভালো জানেন। তবে এর আমরা দাঁতভাঙা জবাব দিব।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং মনোনয়নের বিষয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি একটি বড় দল। এখানে অনেক নেতা থাকতে পারেন। তবে এখন পর্যন্ত দল কাউকেই গ্রিন সিগনাল দেয়নি। এ ব্যাপারে দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা চাই ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হোক।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. হান্নান প্রমুখ।