অভিনেতা-চিত্রনাট্যকার শিব সুব্রামানিয়াম মারা গেছেন

ভারতের বিশিষ্ট অভিনেতা ও পুরস্কারজয়ী চিত্রনাট্যকার শিব কুমার সুব্রামানিয়াম মারা গেছেন। রোববার রাতে মুম্বাইয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
টাইমস অব ইন্ডিয়ার খবর, শিব সুব্রামানিয়ানের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন বিশিষ্ট নির্মাতা হংসল মেহতা। আজ সকালেই শিবের শেষকৃত্য হওয়ার কথা।
তিন দশক ধরে হিন্দি সিনেমা ও টেলিভিশন দুনিয়াকে সমৃদ্ধ করেছেন শিব কুমার সুব্রামানিয়াম।
১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পারিন্দা’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন শিব সুব্রামানিয়াম। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত, নানা পাটেকার অভিনীত এই সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন তিনি। পাশাপাশি এই সিনেমায় অভিনয়ও করেছিলেন।
‘মীনাক্ষী সুন্দরেশ্বর’, ‘নেইল পলিশ’, ‘টু স্টেটস’, ‘হিচকি’, ‘রকি হ্যান্ডসাম’, ‘স্ট্যানলি কা ডাব্বা’সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন শিব সুব্রামানিয়াম। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে।