আলিয়ার পায়ে ৬৪ হাজারের লাল হিল, গায়ে ৩ লাখের জামা
পিরিয়ড-ড্রামা ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’ দিয়ে আলোচনায় থাকা বলিউড অভিনেত্রী আলিয়া ভাট গরমের প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রস্তুতির ছাপ পড়েছে পোশাকে। কারণ, নায়িকার স্টাইল সেন্স বেশ প্রশংসিত।
আলিয়ার গরমের প্রস্তুতির একটা নমুনা প্রকাশ করেছে বলিউডভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামা। সম্প্রতি আলিয়াকে লাল এক স্ট্র্যাপলেস ড্রেসে দেখা মিলেছে।
পোর্টালটির দাবি, আলিয়ার শরীরে থাকা এই সরু ল্যাপেলসহ সিল্ক জ্যাকেটের বাজারমূল্য তিন হাজার ৮৫০ মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় তিন লাখ ৩২ হাজার টাকার বেশি।
আর লাল যে হিল আলিয়ার পায়ে দেখা গেছে, তার দাম ৭৪৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬৪ হাজার টাকার বেশি।
গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বলিউডের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গাঙ্গুবাই কঠিয়াবাড়ি’। যেটি বক্স অফিসে এ পর্যন্ত ১২৩ কোটি রুপির বেশি আয় করে চমক দেখিয়েছে।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন বলিউড ডিভা আলিয়া ভাট। বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন।
আলিয়া ভাটকে আগামীতে ‘ডার্লিংস’, ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় দেখা যাবে।