চলে গেলেন কণ্ঠশিল্পী জগজিৎ কৌর

ভারতের জনপ্রিয় প্লেব্যাক সংগীতশিল্পী জগজিৎ কৌর মারা গেছেন। তিনি প্রয়াত সংগীতজ্ঞ মোহাম্মদ জহুর খৈয়ামের স্ত্রী।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবর, আজ রোববার সকালে জগজিৎ কৌর মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
খৈয়াম জগজিৎ কৌর কেপিজি চ্যারিটেবল ট্রাস্টের মুখপাত্র প্রীতম শর্মা এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, মুম্বাইয়ের জুহুতে নিজ বাসভবনে আজ সকাল ৬টার দিকে জগজিৎ কৌর শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ পবন হংস শ্মশানচত্বরে তাঁর শেষকৃত্য হবে।
উমরাও জান (১৯৮১), বাজার (১৯৮২), শোলে অউর শবনম (১৯৬১) ও শাগুন-সহ (১৯৬৪) বেশ কিছু জনপ্রিয় সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন জগজিৎ কৌর।
পঞ্চাশ দশকে চলচ্চিত্র-সংগীতে ক্যারিয়ার শুরু করেন জগজিৎ কৌর। ২০১৯ সালের ১৯ আগস্ট ৯২ বছর বয়সে তাঁর স্বামী, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক খৈয়াম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২০১২ সালে তাঁদের পুত্রসন্তান প্রদীপ খৈয়াম হৃদরোগে মারা গেছেন।